নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগ নেতাকে মারপিট ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে। জানা গেছে, ৫ মার্চ বিকেল আনুমানিক ৫ টায় উপজেলার হাটকড়ই গ্রামের আনিছুর রহমান ও তার সহযোগিরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব চন্দ্র রায়কে বেদম মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে রাত ৮ টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ জানিয়েছে, হাটকড়ই গ্রামের আনিছুর রহমান প্রথমে ছাত্রলীগের ২ কর্মীকে মারপিট করে। এর প্রতিবাদ করায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব চন্দ্র রায়কে মারপিট করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আনিছুর রহমান ও তার সহযোগিদের অবিলম্বে আটকের দাবি জানাচ্ছি।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …