নিজস্ব প্রতিবেদক, লালপুর:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে নাটোরের বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল উপজেলার পোড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। জয় বাংলা ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্লোগানে ঢাক- ঢল বাজিয়ে নেতা-কর্মীরা সন্মেলন স্থলে এসে উপস্থিত হন। পরে নেতা-কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী মোল্লা প্রমুখ।
মাগরিব ও এশার নামাজের বিরতির পরে সভাপতি করা হয় নরুল ইসলাম ঠান্ডু কে ও ময়মুর সুলতান কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …