বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / এইচ টি ইমামের মৃত্যুতে এমপি আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের শোক

এইচ টি ইমামের মৃত্যুতে এমপি আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের শোক


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এক শোক বিবৃতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি মরহুম এইচ টি ইমাম-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী ঐতিহাসিক মুজিবনগর সরকারের কেবিনেট সেক্রেটারি এইচ টি ইমামের মৃত্যুতে বাংলাদেশ একজন স্বাধীনতা সংগ্রামী ও প্রাজ্ঞ রাজনীতিককে হারিয়েছে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …