নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
দ্বিতীয় মেয়াদে গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় থানা-শাপলা চত্বরের মডেল প্রেসক্লাবের কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের প্রতিনিধি প্রভাষক মাজেম আলী মলিন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক মানব কন্ঠের গুরুদাসপুর-বড়াইগ্রাম প্রতিনিধি জালাল উদ্দিন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক গুরুদাসপুর বার্তার প্রকাশক ফারুক হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রাশিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার সংবাদের আব্দুস সালাম কোষাধ্যক্ষ, দৈনিক প্রতিদিনের সংবাদের এসএম ইসাহক আলী রাজু প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচারের জনি পারভেজ তথ্য ও গবেষনা সম্পাদক, দৈনিক গণগকন্ঠের মেহেদী হাসান তানিম নির্বাহী সদস্য, দৈনিক আলোকিত সকালের সোহেল রানা সদস্য ও মুক্ত প্রভাতের মুক্তি রহমান সদস্য নির্বাচীত হয়েছেন।
এই কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …