নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়। ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রমুখ। এরপর স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …