রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মা ও শিশুদের ২দিন ব্যাপী হেলথ ক্যাম্প

লালপুরে মা ও শিশুদের ২দিন ব্যাপী হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার উপকারভোগীদের সেবা প্রদানের লক্ষে ২দিন ব্যাপি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে।
আজ সোমবার (০১ মার্চ) সকালে উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা আছিয়া জয়নুল বেনু প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …