রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি তনু দাস সহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদিকা।

এ সময় বক্তারা মহিলা আওয়ামী লীগের আত্মত্যাগ ও কার্যকারিতা আলোচনা করেন এবং সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …