রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ার মাটিতে বিএনপি-জামায়াত ও আ’লীগে ঘাপটি মেরে থাকা অনুচরদের স্থান হবে না- এমপি বকুল

বাগাতিপাড়ার মাটিতে বিএনপি-জামায়াত ও আ’লীগে ঘাপটি মেরে থাকা অনুচরদের স্থান হবে না- এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বাগাতিপাড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলনের ধারাবাহিকতায় শুক্রবার অনুষ্ঠিত হলো জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠ পূর্ন হয়ে যায় নেতা-কর্মিদের পদচারনায়। বাদক দল নিয়ে সাড়ি সাড়ি নারী-পুরুষদের আনন্দ মিছিল সহ সম্মেলন স্থলে উপস্থিতি তৃণমূল আওয়ামী লীগে যেন বসন্তের রক্তলাল শিমুল-পলাশের আভা ছড়িয়ে দেয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় সাংসদ বকুল বলেন, প্রধানমন্ত্রী তার দক্ষ হাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলছেন। এটা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছেনা। তারা তাদের পূরোনো ষড়যন্ত্রের জাল হাতে নিয়ে আবারো মাঠে নেমেছে। সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা শুরু করেছে।

এমপি বকুল আরো বলেন, লালপুর-বাগাতিপাড়ার মাটিতে বিএনপি-জামায়াতের যেমন কোন স্থান হবেনা তেমনি আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা তাদের অনুচরদের খুজে বের করে বিদায় করা হবে।
সে কারণে এ অঞ্চলের আওয়ামী লীগকে নতুন রুপে এবং সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। এতে করে বিএনপি-জামায়াতের মতাদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের সাইনবোর্ড ধারীদের জাল ধরে গেছে। এদের প্রতিরোধে মাঠ পর্যায়ে দলীয় নেতা-কর্মিদের শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আক্তারুজ্জামান তুলার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, বিশেষ অতিথি হিসাবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নয়েজ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলন সঞ্চালনা করেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজনু।

পরে মাহাতাব হোসেন মাষ্টার সভাপতি ও মাসুদুর রহমান ওরফে মাসুদ মাষ্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …