রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নর্থ বেঙ্গল সুগার মিলের তেল চুরির মূলহোতা সহ ০৩ জনকে গ্রেফতার

নর্থ বেঙ্গল সুগার মিলের তেল চুরির মূলহোতা সহ ০৩ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, লালপুর :
নর্থ বেঙ্গল সুগার মিল এর তেল চুরির ঘটনায় তিনজন আটক। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নাটোর জেলার লালপুরের দূর্গাপুর আখ সেন্টারের পাশে রাজাপুর থেকে গোপালপুরগামী রাস্তায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে র‌্যাবের একটি অপারেশন দল।

সিপিসি -২, র‌্যাব-৫ প্রেরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় র‌্যাব ক্যাম্প এর একটি বিশেষ দল কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে নর্থ বেঙ্গল সুগার মিলের তেল চুরির ঘটনা অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন, মৃত সৈয়দ আহমেদ এর পুত্র মনোয়ার হোসেন (ড্রাইভার)(৩৮) সাং- শালেশ্বর, একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র রানা হামিদ (হেল্পার) এবং মৃত রিফাজ উদ্দিন এর পুত্র নাজমুল ইসলাম (৪০) সাং- আহমেদপুর সর্ব থানা।

এসময় তাদের কাছে জব্দকৃত বিভিন্ন রঙের ছোট বড় প্লাস্টিকের জারিকেন সহ মোট ২১৫ লিটার চোরাই ডিজেল, একটি সাদা রঙের প্লাস্টিকের পাইপ ও একটি লাল রঙের নর্থ বেঙ্গল সুগার মিলে ট্রাক্টর যা চুরির কাজে ব্যবহৃত হয়েছে তা সহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুদি ও ডিজেলের দোকানে বিক্রয় ও মজুদ করবে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে ।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …