শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শ্রমিকদলের সাধারণ সম্পাদক মরহুম কে এম কামাল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন

নাটোরে শ্রমিকদলের সাধারণ সম্পাদক মরহুম কে এম কামাল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম কে এম কামাল হোসেনের এর ১ম মৃত্যু বাষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক আব্দুল গফুর, নাটোর জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু সহ দলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সদ্য অনুষ্ঠিত নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১ টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি) প্যানেলের ৮ জন প্রার্থী বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান।

তারা বলেন, দেশের বিরাজমান বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলনে দেশের আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। আইনজীবিরাই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সংকটের অজুহাতে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছেকেজিতে ১৫ টাকা।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সরবরাহ কমে যাওয়ায় তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতেদেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে …