রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / এমপির বিরুদ্ধে লালপুর উপজেলা আ’লীগ সভাপতির মামলা

এমপির বিরুদ্ধে লালপুর উপজেলা আ’লীগ সভাপতির মামলা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলায় গঠনতন্ত্র বহির্ভূত উপায়ে ইউনিয়নের কমিটি গঠন করার অভিযোগে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ ছয় নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেছে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু।

মামলা দায়েরের পর নাটোর লালপুর সহকারী বিচারক মাহাবুব আলম অভিযুক্তদের সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আজ (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রসাদ কুমার তালুকদার।

এ মামলার অপর বিবাদীরা হলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু।

মামলার বাদি জানান, স্থানীয় সংসদ সদস্য এখতিয়ার বহির্ভুতভাবে উপজেলায় নিজের অনুসারীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করছে যা দলের গঠনতন্ত্র বহির্ভূত। এতে করে উপজেলার নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে।

গত ২১ জানুয়ারি উপজেলার শেখচিলান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারার মধ্যেই আওয়ামী লীগের এক পক্ষের কাউন্সিলে উপস্থিত হয়ে কমিটি ঘোষণা করলেন শহিদুল ইসলাম বকুল, এমপি। এর প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন ঝুলফু।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …