শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে মৎস্য ও পশুখাদ্যের দোকানে জরিমানা

নন্দীগ্রামে মৎস্য ও পশুখাদ্যের দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মৎস্যখাদ্য ও পশুখাদ্যে আইনে এক দোকান মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বীরপলি বাজারের মেসার্স আলফা ট্রেডার্সের প্রোপাইটর আশরাফুল ইসলাম মৎস্যখাদ্য ও পশুখাদ্য বিক্রয়ের লাইসেন্স না করেই ব্যবস্যা চালিয়ে আসছিলো।

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ আলী ও এসআই রেজাউল করিম।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …