রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সেরামের আরও ২০ লাখ টিকা আসছে আজ

সেরামের আরও ২০ লাখ টিকা আসছে আজ


নিউজ ডেস্ক:
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান দেশে পৌঁছবে আজ। রাত সোয়া ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে ২০ লাখ টিকার। প্রতিষ্ঠানটি থেকে বাংলাদেশ কিনেছে তিন কোটি ৪০ লাখ টিকা। প্রথম চালানের ৫০ লাখ টিকা দেশে এসেছে ২৫ জানুয়ারি। এর আগে ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ টিকা আসে ২১ জানুয়ারি। 

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা জানিয়েছেন, বিশেষ বিমানে ২০ লাখ টিকা দেশে আসবে। আমাদের প্রতিনিধিরা রিসিভ করে এটি গাজীপুরের ওয়্যার হাউসে রাখবে। তার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলায় বণ্টন করা হবে।’
বাংলাদেশ যে টিকা কিনেছে তার মধ্যস্থতা করেছে বেক্সিমকো ফার্মা। প্রতিষ্ঠানটি সেরামের লোকাল এজেন্ট হিসেবে কাজ করছে। পাশাপাশি দেশে টিকা আসার পর এর সংরক্ষণ ও পরিবহনের দায়িত্বও তারাই পালন করছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …