রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নাটোরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। রবিবার সকালে এ উপলক্ষে নগ্নপদ যাত্রা সহকারে শহরের কানাইখালী মাঠে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে উপস্থিত ছিলেন কমান্ডের আহ্বায়ক ও পৌর মেয়র উমা চৌধুরি জলি, সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম নান্টু প্রমুখ।

পরবর্তীতে ১৯৫২ এর সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …