বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাউয়েটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সকালে বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি জাতীয় পতাকা উত্তোলন করেন ও অর্ধনোমিত করে রাখেন। পরে জাতীয় পতাকাকে সালাম প্রদান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লে. কর্ণেল শেখ শামীম হোসেন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে ছাত্র-ছাত্রীগণ।
পরে বিশ্বিবদ্যালয়ের স্কাইলাইট হলে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের প্রভাষক এসএম জাকারিয়া এর উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্বিবদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

বক্তারা বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। এ আন্দোলন জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা লাভ করেছে।’ এছাড়া বাউয়েটের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহীদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ  

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,, জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ …