বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বড়াইগ্রামে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদের ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা।

প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি বোরহান উদ্দিন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল, প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সোহেল সরকার, সাংবাদিক শাওন ভূঁইয়া ও ওয়াকিল আহমেদ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে কেক কেটে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …