শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১’ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোছা. রোমানা আফরোজ, ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা-ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান, মুক্তিযুদ্ধা কমান্ডারগন, উপজেলা প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, সমাজ সেবা অফিসার, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি হাসমত দৌলা, সাংবাদিক সমাজের সভাপতি রেজাউল করিম লিটন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদের স্মরণে পুস্পার্পক অর্পণ। সূর্য্যদয়ের সাথে সাথে প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজনের সিন্ধান্ত গ্রহন হয়। কর্মসূচিসমূহ বাস্তবায়নে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। তাছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুন

সংকটের অজুহাতে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছেকেজিতে ১৫ টাকা।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সরবরাহ কমে যাওয়ায় তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতেদেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে …