নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বাগাতিপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়ীয়া ও বাজিতপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি মাজেদুর রহমান মাজেদ, ইউপি সদস্য আকাশ আহম্মেদ, আদিল, শামীম রেজা, মধু, আজাদ, শরীফ ও হাকিম।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জানায়, জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে সাবেক এমপি আবুল কালাম আজাদ ও বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল এর সমর্থকদের মধ্যে প্রথমে বাঁশবাড়ীয়া বাজার ও পরে বাজিতপুর বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৮জন নেতাকর্মী আহত হন । আহতদের উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়ারা দাবি করেন, উপজেলা আ’লীগের সভাপতি, সেক্রেটারি ও এমপি বকুলের পাল্টা-পাল্টি সম্মেলনের কারণেই দলের নেতাকর্মীদের মধ্যে দ্বদ্নের সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …