রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভার নব নির্বাচিত মেয়র নয়নকে সংবর্ধনা প্রদান

বড়াইগ্রাম পৌরসভার নব নির্বাচিত মেয়র নয়নকে সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক:
বড়াইগ্রাম নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নব নির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়নকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বড়াইগ্রাম থানার মোড়ে আয়োজিত সংবর্ধনা সভায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত মেয়র মাজেদুল বারী নয়ন।

সভায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক প্রামাণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম মাষ্টার, অধ্যাপক আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

সভায় নেতাকর্মীরা নব নির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়নকে গলায় মালা পরিয়ে ও তাঁর হাতে পুষ্পস্তবক তুলে সংবর্ধনা প্রদান করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …