রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নন্দীগ্রামে নানা আয়োজনে বসন্ত বরণ

নন্দীগ্রামে নানা আয়োজনে বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা ফাল্গুন নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। বসন্ত সাজ, বসন্ত র‌্যালি ও আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিণী ফাতেমা জোহরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি প্রমুখ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …