রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আনুষ্ঠানিকভাবে নলডাঙ্গা পৌরসভার দ্বায়িত্ব গ্রহণ করলেন মেয়র মনির

আনুষ্ঠানিকভাবে নলডাঙ্গা পৌরসভার দ্বায়িত্ব গ্রহণ করলেন মেয়র মনির


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনির মেয়র হিসেবে তার দ্বায়িত্ব গ্রহণ করেছেন। ৯/২/২০২১ ইং তারিখ মঙ্গলবার সকল কাউন্সিলর ,স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থীতিতে দুপুরে আনুষ্ঠানিকভাবে মেয়র মনির তার দ্বায়িত্ব গ্রহণ করেন ।

এসময় মনির বলেন, শেখ হাসিনার উন্নয়নকে টেকসই ও জনবান্ধব করে গড়ে তুলতে আমার ওপর অর্পিত সকল দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাব। যেসকল ঠিকাদারের কাজ মানসম্মত না হবে , তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পৌরসভার উন্নয়নের স্বার্থে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুকুরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এস এম ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিসদ সদস্য রইচ উদ্দিন রুবেল, যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন , ভাইচ চেয়ারম্যান আব্দুল আলিম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হাদু প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …