নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় আহত হয়েছেন শ্রমিক লীগ নেতা আব্দুর রহমান। তিনি বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম মহল্লার মকছেদ আলীর ছেলে ও পৌর শ্রমিক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আটকের দাবী জানিয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার রাত পৌনে আটটার দিকে আব্দুর রহমান ধামানিয়াপাড়া মহল্লায় নৌকার পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় একই গ্রামের কর্মী নয়ন, কাউসার, আদম আলীসহ ১০-১২ জন বিএনপি কর্মী তাকে বাধা দেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি কর্মীরা তাকে পিটিয়ে জখম করেন। পরে খবর পেয়ে নৌকার সমর্থকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …