সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / জমি দখল ও মারপিটের মামলায় আওয়ামী লীগ নেতা মতলেব আটক

জমি দখল ও মারপিটের মামলায় আওয়ামী লীগ নেতা মতলেব আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া জমি দখল করে মারপিট করার অভিযোগ উঠেছে একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে। এ ঘটনায় সিংড়া থানায় মতালেব হোসেন উরফে মতলেব সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ওই এলাকার ডাক্তার মিনহাজুল মিনু এর ছেলে শাহরিয়ার মিশু।

ভুক্তভোগি ডাক্তার মিনহাজুল মিনু জানান, অভিযুক্ত মতলেব হোসেন ৩ বছর যাবৎ তার জমি ও পুকুর জবর দখল করে আসছে। জমির উপরে আমার অজান্তেই ইটের ঘর নির্মাণ করছে। অনেকবার গ্রাম্য শালিসে বৈঠকের পরেও সুরহা হয়নি। সম্প্রতি তার জায়গার ওপর ইটের ঘর নির্মাণ কাজে বাধা দিলে মতলেব সহ ৪/৫ জন আমাকে ও আমার স্ত্রীর ওপর আক্রমণ করে এবং বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে তার সমস্ত শরিরে জখম করে রক্তাক্ত করে দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

সিংড়া থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, তাকে আটক করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …