সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আরাফাত (৪২) নামের এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত ওই গ্রামের মৃত আছর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুর রহমান।

স্থানীয়রা জানান, মনসাপুর মাদ্রাসার পাশে এরাশদ নামের এক ব্যক্তির বাড়িতে বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল ইয়াসিন আরাফাত। কাজ শেষ করে নিজের শরীরের জ্যাকেট নেওয়ার জন্য ছাদের উপর গেলে অসাবধানতা বসত সেখানে থাকা বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে পড়ে আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …