সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছে সবুর আলী নামের(৩৭) এক ব্যক্তি। উপজেলার চাপিলা ইউনিয়নে বালু নিয়ে বিবাদমান বিষয়ে সালিশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চেয়ারম্যান আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। শুক্রবার(৫ই ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাপিলা ইউনিয়নে একটি সালিশ যোগ দিলে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে সবুর নামে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সবুর চেয়ারম্যানের গালে চড় মারেন। এসময় চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তিনি আরও জানান, জড়িত ওই ব্যক্তিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …