সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে ভিজিডি উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ

নাটোরে ভিজিডি উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি খাতুন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ আলতাব হোসেন প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …