সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমদাদুল হক। বুধবার সকালে এই রায় ঘোষণা করা হয়। 

আদালত সূত্রে জানা যায় ২০১৭ সালের ১ ডিসেম্বর উপজেলার মাজদিয়া মাদ্রাসা পাড়া এলাকার এসকেন্দার আলীর ছেলে ইয়াকুব আলী (৩৬) বাড়ির পাশে ছয় বছরের দুই শিশুকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে রক্তাক্ত অবস্থায় শিশু দুটি তাদের মায়েদের জানালে ওই দিনই এক শিশুর মা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করে। আজ বুধবার সেই মামলায় ইয়াকুব আলী ওই দুই শিশুকে ধর্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত এই রায় ঘোষণা করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …