সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় জেলা ছাত্রলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁয় জেলা ছাত্রলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল এর উপর হামলার প্রতিবাদে শহরের পুরাতন বাসস্টান্ড প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

রবিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমার রেজভীর নেতৃত্বে জেলা উপজেলা এবং পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ অংশ নেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় গত ৩০ জানুয়ারি নওগাঁ সদর পৌরসভার নিবার্চনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর উপর হামলার ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ চলাকালে নেতকর্মীরা শহরের প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা এবং পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এ অংশ নেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …