সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুর থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

নাটোরের লালপুর থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর থেকে রিয়াদ হোসেন নামে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে উপজেলার গোপালপুর তালেমুল হাফেজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি।

রিয়াদ হোসেন উপজেলার শোভন হোসেনের ছেলে। নিখোঁজ শিশু হোসেনের বাবা শোভন হোসেন জানান প্রতিদিনের মতো রিয়াদ বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার যায়। মাদ্রাসা ছুটির পরে বাড়ি ফিরে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি তিনি লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …