রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের শেষকৃত্য অনুষ্ঠিত

লালপুরে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের শেষকৃত্য অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সোনা (৭০) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ৯ টার দিকে ঢাকা সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। তিনি দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান এর মেজভাই। মৃত্যুকালে স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন তিনি।

শনিবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে উপজেলার পাইঁকপাড়া ঈদগাহ মাঠ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে স্থানীয় কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সোনার মরাদেহর দাফন সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, আনিসুর রহমান সহ-সভাপতি লালপুর উপজেলা আওয়ামী লীগ।

নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …