নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ী পৌরসভায় নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

গোদাগাড়ী পৌরসভায় নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
চতুর্থ ধাপে আসন্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন রাজশাহীর গোদাগাড়ীতে মেয়র পদপ্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস এর নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারী) সকালে উপজেলার শহীদ মিনার চত্বর থেকে মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের স্টিকার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শত শত মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার সকল এলাকা ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মেয়র পদে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ লীগ সভাপতি ও মেয়র পদপ্রার্থী (নৌকা প্রতীক) অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মুশাররফ বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খাদেম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী রবিবার চতুর্থ ধাপে গোদাগাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে স্মাট মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে …