নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
‘পরিবেশ দূষণ রোধে চাই আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর জবাবদিহিতা’-এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি-সনাক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সনাক চাঁপাইনবাবগঞ্জ শাখা।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বায়ু দূষণ রোধে নাগরিকদের সচেতনতা সৃষ্টির পাশপাশি এ খাতসমূহে স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক অংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতে টিআইবি প্রনীত ১১ দফা দাবি সম্বলিত ধারণা পত্র উপস্থাপন করা হয় সনাকের পক্ষ থেকে।

সনাক চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বজনের’ সম্বন্বয়কারী এনামূল হক, সদস্য মার্জিনা রহমান, যমুনা সমাজ কল্যান সংস্থার সভাপতি মঈন আলী প্রমুখ।

আরও দেখুন

লালপুরে দুস্থদের মাঝে যাকাত ফান্ডের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলা শাখার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডের নগদ অর্থ দুস্থদের …