শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / কমলগঞ্জে ২৮০ চা শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক

কমলগঞ্জে ২৮০ চা শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে দেওরাছড়া চা বাগানের ২৮০ জন চা শ্রমিককে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্ধকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুর ২টায় রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের মন্ডিপ প্রাঙ্গনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রত্যেক শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট  ১৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

রহিমুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন প্রমুখ।

বক্তব্য রাখেন দেওরাছড়া চা বাগানের ব্যবস্থাপক মোস্তফা জামান আওয়ামী লীগ নেতা আসিদ আলী, সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …