মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গনার সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গনার সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গানা রহিমা বেগমের সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বীরাঙ্গনার পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২ দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীরাঙ্গনা রহিমা বেগমের সন্তান ও পরিবারবর্গের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠন করেন বীরাঙ্গনার নাতি আব্দুল মালেক।

লিখিত বক্তব্যে  বলেন, রাজাকার নজরুল ইসলাম,  লতিফুর রহমান লুকু, মোকবুল হোসেনসহ স্থানীয় ২৯ জন ব্যক্তি প্রায় ২৭ বিঘা জমি জর পূর্বক দখল করেন খাচ্ছে। কোথায় গিয়ে প্রতিকার পাওয়া যায়নি। তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছি বীরাঙ্গনার সন্তান পরিবারের সদস্যদের।

পরিবারের দাবি জমিগুলো উদ্ধারের প্রতিকার চাই। সাথে সাথে রাজাকারের দ্রুত বিচারের দাবি করেন পরিবারগুলো।

এদিকে রাজাকার ৬ জনের নামে ২০১০ সালে মামলা করলে উচ্চ আদালত থেকে জামিনে আছেন ৩ জন। আর তিন জন মারা গেছেন।

এসময় উপস্থিত ছিলেন, বীরাঙ্গনার ছেলে সফিকুল ইসলাম, মেয়ে সাবানা, ছেলের বউ সাবিনা বেগম, বড় ছেলে বউ তহমিনা খাতুনসহ পরিবারের সদস্যরা।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …