বিশেষ প্রতিবেদক:
নাটোর সদর হাসপাতালের ব্লাড ব্যাংকেে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গিয়েছে। আজ রবিবার দুপুরে হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে দেখা যায় ফ্রিজে সংরক্ষিত রয়েছে বেশ কিছু রক্তের গ্রুপ পরীক্ষার প্রধান উপকরণ( রিএজেন্ট)।
একটু খেয়াল করে দেখা যায় টাইফয়েড পরীক্ষার জন্য রাখা salmonella h paratyphi a এবং salmonella h paratyphi b রাবার দিয়ে আটকিয়ে রাখা আছে। কিন্তু salmonella h paratyphi b এর ব্যাচ নাম্বার 0980994-B এবং কোড নাম্বার MFA/006 রিএজেন্টটি ২০২০ সালের অক্টোবর মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটার সঙ্গে salmonella h paratyphi a এর ব্যাচ নাম্বার 0980996A এবং কোড নাম্বার MFA/004 যার মেয়াদ শেষ হবে চলতি বছরের জুন মাসে।
বিধানমতে মেয়াদ মেয়াদ উত্তীর্ণ এসব উপকরণ হাসপাতালের রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করে আলাদা স্থানে রাখার কথা থাকলেও এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। তাৎক্ষণিকভাবে ব্লাড ব্যাংকের দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে কথা বললে তারা ”নারদ বার্তা”কে জানান, এগুলো এভাবেই থাকে। বছর শেষে চাহিদা পত্র দেয়ার সময় আলাদা করা হয়। এব্যাপারে, কয়েকজন ল্যাব টেকনোলজিস্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এগুলো টাইফয়েড জ্বর পরীক্ষার জন্য ব্যবহৃত হয়ে থাকে। টাইফয়েড জ্বর পরীক্ষার জন্য চারটি রিএজেন্ট ব্যবহারের মাধ্যমে একটি চূড়ান্ত ফলাফল পাওয়া যায়। এর মধ্যে একটিও যদি ভুল হয় সেক্ষেত্রে সঠিক রিপোর্ট পাওয়া যাবেনা।
এব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মনজুর রহমান ”নারদ বার্তা”কে জানান, কিছুক্ষণ আগেই বিষয়টি জেনেছি। এব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখছি।
রির্পোর্ট লেখার কিছুক্ষণ আগে সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান কে এব্যাপারে জানালে তিনি ”নারদ বার্তা”কে জানান, এধরণের উপকরণ সহ যেকোন ওষুধের ক্ষেত্রে মেয়াদ উত্তর্ণী হলে সেগুলো হাসপাতালের রেজিষ্টারে লিপিবদ্ধ করে আলাদা করে ফেলতে হবে। তিনি আরও জানান, বিষয়টি দ্রুত খোঁজ খবর করে ব্যবস্থা গ্রহণ করছি।
সংশ্লিষ্ট বিষয় নিয়ে নাটোরের সুধীমহলের মতে, সদর হাসপাতলের মত একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও গাফিলতি কোনভাবেই কাম্য নয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …