নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রামে ১৫৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি ও গৃহ পেয়েছে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ উদ্বোধন করেন।
এরপর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার উপজেলার ১৫৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রভাষক আব্দুল বারী বারেক, আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
আরও দেখুন
নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …