সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ৫০ ভূমিহীন ও গৃহহীন পেল প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর

৫০ ভূমিহীন ও গৃহহীন পেল প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:

মুিজববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রথমধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর উপহার প্রদানের শুভ উদ্বোধনের বর্ণাঢ্য আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

আজ সকালে উপজেলা চত্বরে ভিডিও কনফারেন্স মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমিসঘর উপহার প্রদানের উদ্বোধন শেষে তার পক্ষ থেকে উপজেলার ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করেন স্থানীয় উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন. স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, গৃহনিমার্ণ আশ্রয়রণ প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল।

বক্তরা বলেন, বিশ্বের এই প্রথম প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ উপহার।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ.মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ উপজেলা সকল কর্মকর্তগণ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …