সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ঘরে ঘরে ভোট চাইছেন ২৩ মহিলা কাউন্সিলর

সিংড়ায় ঘরে ঘরে ভোট চাইছেন ২৩ মহিলা কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচন আগামী ৩০ জানুয়ারী। নির্বাচনকে ঘিরে ব্যস্ততার শেষ নেই। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। কে কত যোগ্য প্রার্থী । কে কাকে ভোট দিচ্ছেন।
এসব নিয়ে ভোটারদের মধ্যেও চলছে হিসাব নিকাস। সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনে এবার মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রার্থীর পাশাপাশি ৪টি সংরক্ষিত আসনে ২৩জন মহিলা কাউন্সিলর
প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। সাবেক কাউন্সিলরদের চেয়ে এবার নতুন প্রার্থীর মুখই বেশি। ভোটারদের কাছে নিজের যোগ্যতা তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। পৌরসভার ১,২,৩নং ওর্য়াড নিয়ে ১নং সংরক্ষিত আসন গঠিত,এখানে মোট ভোটার সংখ্যা ৬৬৪৭জন। ৪,৫,৬নং ওর্য়াড নিয়ে সংরক্ষিত ২নং আসন গঠিত,এখানে মোট ভোটার ৭৪৪৮জন। ৭,৮,৯নং ওর্য়াড নিয়ে ৩নং সংরক্ষিত আসন।

এখানে ভোটার ৮১৯৪জন। ১০,১১,১২নং ওয়ার্ড নিয়ে গঠিত ৪নং সংরক্ষিত আসন। এখানে মোট ভোটার ৪৪৬৮জন। ২৩জন প্রার্থীর মধ্যে ৪টি সংরক্ষিত আসন থেকে ৪জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন। অপর পক্ষে পৌরসভার ১২টি ওর্য়াড থেকে মোট ৫৭জন সাধারণ(পুরুষ) কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রতিটি ওর্য়াড থেকে ১জন কাউন্সিলর নির্বাচিত হবেন। তারাও ছুটছেন ভোটারদের বাড়ি। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুকির্পুণ হিসাবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। তবে ওই ঝুকিপুর্ণ ৪কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ ১২টি কেন্দ্রেই সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সবরকম প্রস্ততি গ্রহন করা হয়েছে এমন আশ্বাসের কথা জানালেন সহকারী রির্টানিং অফিসার সাইফুল আলম।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …