নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে ইয়াবাসহ আমির হােসেন ( ৫০ ) নামক এক মাদক ব্যবসায়ী আটক করে পুলিশ।
আটককৃত আসামী আমির হােসেন ঈশ্বরদী উপজেলার পাকশী গাইড ব্যাংক হঠাৎ পাড়া গ্রামের মৃত হাসেম প্রাং এর ছেলে।
শুক্রবার (২২শে জানুয়ারি) ভাের রাতে গােপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা পুলিশ সুপার মােহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’ র নির্দেশে পাকশী গাইড ব্যাংক হঠাৎ পাড়া ধৃত আসামী আমির হােসেনের নিজ বাড়ীতে তল্লাশী করে সর্বমােট ৩৫০ পিচ ইয়াবা ( যার মূল্য ৭০০০০ / – টাকা ) সহ উদ্ধার ও গ্রেফতার করতে সক্ষম হয় পাকশী পুলিশ ফাড়ির সদস্যরা।
ঘটনার সত্যতা স্বীকার করে পাকশী পুলিশ ফাড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সংগীয় অফিসার ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …