রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হাকিমপুর প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুর প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেককাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ শামসুল হুদা খান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ ইমাম কবির, ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম সামু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, প্রবিন সাংবাদিক শ্যামল কিশোর দাসসহ অনেকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …