রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে দুর্ঘটনায় মা-বাবা হারানো শিশুকে আর্থিক অনুদান প্রদান

বড়াইগ্রামে দুর্ঘটনায় মা-বাবা হারানো শিশুকে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকায় ট্রাক চাপায় একইসঙ্গে মা-বাবা হারানো চার বছর বয়সী শিশুকন্যা হাবিবা খাতুনকে আর্থিক অনুদান প্রদান করে বনপাড়া পৌর পরিষদ। বুধবার বিকেলে বনপাড়া পৌর মেয়র পরিষদের পক্ষ থেকে শিশুটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুটির বড় চাচা মাওলানা শাহাদাৎ হোসেন, পৌর সচিব আব্দুল হাই, বিভিন্ন কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজ। ‌

উল্লেখ্য, গত বছর ১৫ জুন তারিখে বনপাড়া পৌরসভার গুনাইহাটি মসজিদের ইমাম হাফেজ আব্দুল ওহাব শেখ ও তার স্ত্রী স্বর্ণা বেগম তাদের একমাত্র শিশুকন্যা হাবিবা খাতুনকে নিয়ে বনপাড়া বাজার হয়ে নিজেদের বাসায় ফিরছিল। পথিমধ্যে বনপাড়া বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় ধানের কুড়া ভর্তি ট্রাক উল্টে গিয়ে তাদের ভ্যানের উপর পড়লে ঘটনাস্থলেই মা-বাবার মৃত্যু হয় ও আকস্মিকভাবে শিশুকন্যা হাবিবা বেঁচে যায়।

অনুষ্ঠান শেষে শিশুটির মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‌

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …