রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ভূয়া সনদ চক্রের ৪ সদস্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া সনদ চক্রের ৪ সদস্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাগত যোগ্যতার ভূয়া সদন দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের দায়ে মূল হোতাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে জেলার শহরের বিভিন্ন স্থান থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক ভুয়া সনদ তৈরীর হোতারা হলেন- সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার আকবর আলীর ছেলে সৈয়বুর রহমান (৩৫), গাবতলা মহল্লার হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮), স্বরুপনগরের মৃত সিরাজুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন পল্টু (৪০), নাচোল উপজেলার সোনাইচী এলাকার জসিম আলীর ছেলে ফারুক হোসেন (২৯)।

আর ভুয়া সনদ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আদেবনকারীরা হলেন- সদর উপজেলার চকদৌলতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৯), দিনোনাথপুর গ্রামের জেম আলীর ছেলে তোহিদুল ইসলাম (২৯), বারঘরিয়া এলাকার সেমাজুল হকের ছেলে শিমুল (২৩), তাহেরপুর-বালুগ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আসমাউল হোসেন (৩২), মাঝপাড়া গ্রামের মৃত সেরাজুল ইসলাম মোঃ সাব্বির হোসেন (২৬), নাচোল উপজেলা কামার জগদইল গ্রামের রশিদুল হকের ছেলে এমদাদুল হক (৩৪), গোমস্তাপুর উপজেলার বাজারপাড়ার মৃত সেরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৪) ও বাঙ্গাবাড়ির আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিকেল ৫ টার দিকে প্রেস বিফ্রিং এ জানান, জেলা বিশেষ শাখার তথ্যের ভিত্তিতে বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স করার জন্য জমাকৃত শিক্ষাগত যোগ্যতা সদনপত্র যাচাই-বাচাই করা হলে প্রাথমিকভাবে আবেদনকারী ৮ জনের সদনপত্র জাল পাওয়া যায়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ড্রাইভিং লাইসেন্স সিন্ডিকেট চক্রের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম জেলা শহরের কোর্ট বাগান, বিশ্বরোড ও সাব রেজিস্ট্রি অফিসের সামনে অভিযান চালিয়ে আরো ৪ জন ড্রাইভিং লাইসেন্স সিন্ডিকেট চক্রের সদস্যকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …