সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসকের ১ মাসের কারাদন্ড, দোকান সিলগালা

বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসকের ১ মাসের কারাদন্ড, দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ডাক্তারই নন, যোগ্যতাও নেই অথচ রীতিমতো নামের আগে ডাঃ ব্যবহার করে দিতেন চিকিৎসা। উপজেলার জামনগর বাজারে শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফা নামের আগে ডাঃ ব্যাবহার করে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে করছিলেন প্রতারণা।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে এমন ভুয়া চিকিৎসকের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফাকে এক মাসের কারাদন্ড প্রদান করে দোকান সিলাগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …