রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে আলোচিত ঢাবি ছাত্রী সুমাইয়ার হত্যার মামলায় গ্রেফতারকৃত স্বামী মোস্তাক হোসাইন এর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

নাটোরে আলোচিত ঢাবি ছাত্রী সুমাইয়ার হত্যার মামলায় গ্রেফতারকৃত স্বামী মোস্তাক হোসাইন এর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আলোচিত ঢাবি ছাত্রী সুমাইয়ার হত্যার মামলায় গ্রেফতারকৃত স্বামী মোস্তাক হোসাইন এর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করছে তার বাবা মা। রবিবার সকাল সাড়ে দশটায় নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোস্তাক হোসাইন এর পিতা জাকির হোসেন এ সময় মোস্তাকের মা সৈয়দা মালেকাও বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে তারা জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালের পোস্টমর্টেম রিপোর্টে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সুরতহাল রিপোর্টেও আত্মহত্যা বলে উল্লেখ করেছেন। তার পরেও আদালত মোস্তাককে জামিন দেয়নি।

এমতাবস্থায় তারা সরকারের কাছে মোস্তাকের দ্রুত জামিন এবং সুবিচার প্রার্থনা করেন।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …