নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটােরের বড়াইগ্রাম উপজেলা পুলিশের উদ্যােগে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস মোড় ট্রাফিক আইন, মাদক, বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে থানা পুলিশ ওই সভার আয়ােজন করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নাটাের-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মীর আসাদুজ্জামান, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হােসেন, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার নজমুল হক, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) সুমন আলী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান (আতা), শ্রমিকলীগের সভাপতি মোস্তফা ব্যাপারী প্রমূখ।
সভায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, পরিবহন মালিক- শ্রমিক, সুধী অংশ গ্রহণ করেন।
আরও দেখুন
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে
ঐক্যের বিকল্প নেই দুলু নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল …