নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দুটি বাড়ি পুড়ে গেছে। এতে নগদ দুই লাখ ২০ হাজার টাকাসহ কমপক্ষে পাঁচ লাখ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় কুন্ডুপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে হাবিবুর রহমানের বাড়িতে তার থাকার ঘরে আকস্মিকভাবে আগুন লাগে। এ সময় দ্রুত আগুন পাশে তার ভাই শাহজাহান আলীর বাড়িতেও ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির সদস্যরা কেউ ছিলো না। পরে স্থানীয়রা বুঝতে পেরে এগিয়ে এসে আগুন নেভালেও তার আগেই হাবিবুর রহমানের রসুন বিক্রির নগদ দুই লাখ টাকাসহ দুটি ঘরে থাকা টিভি, ফ্রিজ, ধান, চাল ও গৃহস্থালী সামগ্রীসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …