সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ভোট দিলেন প্রায় শতবর্ষী ওসমান

নলডাঙ্গায় ভোট দিলেন প্রায় শতবর্ষী ওসমান

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে নলডাঙ্গার ৩ নং ওয়ার্ডের নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন প্রায় শতবর্ষী ওসমান মোল্লা। দুপুরে ভাতিজার সঙ্গে ভ্যানযোগে কেন্দ্রে আসেন ওসমান।

বয়সের ভারে নুয়ে পড়া ওসমান কানে ভালো শুনতে পাননা। বয়স জানতে চাইলে বলেন, বাংলার ৩০ সালে জম্ম তার। হিসেব মতে প্রায় ৯৬ বছর বয়স ওসমান মোল্লার।

নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা মনে করছেন ওসমান সম্ভবত এলাকার সব থেকে বয়স্ক ভোটার।

ভোট প্রয়োগ শেষে প্রশাসনের কর্মকর্তাদের দেখা যায় প্রৌঢ় ওসমানকে ধরে নিয়ে আসতে।

নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের উপ- পরিদর্শক মোস্তফা জানান, এত বয়সী মানুষ ভোট দিতে এসেছেন এটি দেখেও ভালো লাগছে। এলাকার সব থেকে প্রবীণ ভোটার হবেন ওসমান সম্ভবত। উনি কেন্দ্রে আসার পর সবাই তাকে সহযোগিতা করেছে ভোট প্রয়োগের ক্ষেত্রে যেন উনি সুষ্ঠ ভাবে ভোট দিতে পারেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …