নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখাসহ ছাত্রদলের ১২টি সাংগঠনিক ইউনিটে অছাত্র, বিবাহিত, চাকুরিজীবিদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ছাত্রদলের একাংশ।
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক রানা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মীম ফজলে আজিম।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৮ সালের জুন মাসে ৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের পর দীর্ঘ আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক কর্মকান্ড যথাযথভাবে পরিচালনা না করে চলতি বছরের ৯ জানুয়ারি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করেছে। অছাত্র, বিবাহিত, চাকুরিজীবিদের দিয়ে কমিটি গঠন করে ঘোষণা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ৮ জন যুগ্ম আহবায়ক ও বেশ কয়েক জন সদস্য অগঠনতান্ত্রিকভাবে কমিটি গঠনের প্রতিবাদে কমিটি থেকে পদত্যাগ করেছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওয়াল আলী, ছাত্রদলের সদর উপজেলার সাধারণ সম্পাদক মেজর ডালিম, সদর উপজেলার ছাত্রদলের সাবেক সিনিয়ন সহ-সভাপতি ইউসুফ রাজা, ছাত্রদলের সাবেক নেতা সাদমান সাবিক লিপুসহ প্রমুখ।