বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাতের আধারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক

রাতের আধারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
রাতের আধারে দুঃস্থ অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

বুধবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ১০ টা থেকে মধ্য রাত পর্যন্ত শহরের রেলস্টেশনে ছিন্নমূল ও নিমতলা এলাকায় হরিজন পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিনি রেলস্টেশন ও হরিজন পল্লীতে দরিদ্র মানুষগুলোর গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, চলতি শীত মৌসূমে জেলার ৪৫টি ইউনিয়নে ৪৬০টি করে কম্বল বিতরণ করা হয়েছে। আরো প্রায় সমপরিমাণ কম্বল বিতরণ চলছে। কেউ শীতবস্ত্রের কারণে ঠান্ডায় থাকুক এটা বাংলাদেশ সরকার চাই না। সকলেই শীতবস্ত্র পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, সহকারি কমিশনার রবিন মিয়া, আশরাফুল ইসলাম, চন্দন কর, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …