রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গোপালপুর পৌরসভা এলাকায় শেষ মুহূর্তে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন- মেয়র প্রার্থী লিলি

গোপালপুর পৌরসভা এলাকায় শেষ মুহূর্তে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন- মেয়র প্রার্থী লিলি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা এলাকায় শেষ মুহূর্তে ভোটারদের নিকট নৌকা প্রতীকে ভোট  প্রার্থনা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি। বুধবার বিকেলে পৌরসভা এলাকার বিজয়পুর গ্রামে এক পথসভায় রোকসানা মোর্তজা লিলি এই প্রার্থনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী।

এছাড়া আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ ভোটাররা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, ভোটারদের নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে মেয়র পদটি উপহার দেওয়ার জন্য আহ্বান জানান তাঁরা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …